রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ফেনীতে নিহত শিক্ষার্থীদের পরিবারের পাশে বিএনপি নেতারা 

ফেনী প্রতিনিধি

ফেনীতে নিহত শিক্ষার্থীদের পরিবারের পাশে বিএনপি নেতারা 

ফেনীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে নিহত শিক্ষার্থীদের পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ জনির নেতৃত্বে একটি পক্ষ। এ সময় নিহত শিক্ষার্থীদের প্রত্যেকের পরিবারকে অনুদান প্রদান করেন তারা। 

শনিবার (১৭ আগস্ট) জেলা বিএনপির নেতাদের সঙ্গে নিয়ে বিভিন্ন উপজেলায় নিহতদের কবর জিয়ারত করার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী, গাজী হাবিবুল্লাহ মানিকসহ দলটির ও অঙ্গ সংগঠনের নেতারা।

টিএইচ